কাহারোল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সাইফুল ইসলাম সভাপতি ও আমিনুল ইসলাম সাঃ সম্পাদক পদে নির্বাচিত

উপজেলা প্রতিবেদক, কাহারোল
প্রকাশের সময়: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪ । ৭:৪৬ অপরাহ্ণ

দিনাজপুরের কাহারোল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫-২০২৬ ইং সনের কার্যনির্বাহী পরিষদ গঠনে মোঃ সাইফুল ইসলাম সভাপতি ও মোঃ আমিনুল ইসলাম সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় নির্বাচিত হয়।

রবিবার (১৫ ডিসেম্বর ২০২৪) বেলা ১২ টা ৩০ মিনিটে কাহারোল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে কার্যনির্বাহী পরিষদ গঠনে প্রধান নির্বাচন কমিশনার মোঃ আব্দুল্লাহ সকল প্রক্রিয়া সম্পন্ন শেষে কোন পদের প্রতিদ্বন্দ্বী না থাকায় ৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করেন।

নির্বাচনে মোঃ সাইফুল ইসলাম সভাপতি (দৈনিক স্বদেশ প্রতিদিন), মোঃ আব্দুল্লাহ সহ-সভাপতি (দৈনিক ইত্তেফাক), মোঃ আমিনুল ইসলাম সাধারণ সম্পাদক(দৈনিক আজকালের খবর), মোঃ রোস্তম আলী দপ্তর সম্পাদক(দৈনিক কালবেলা), মোঃ হায়দার আলী কোষাধ্যক্ষ, মোঃ আব্দুল জলিল শাহ্ কার্যনির্বাহী সদস্য(দৈনিক অবজারভারব), মোঃ আনারুল ইসলাম কার্যনির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন