ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি রোববার (২২ ডিসেম্বর) এক বিবৃতিতে বলেছেন, আমরা লোহিত সাগরে একটি মার্কিন বিমানবাহী রণতরীতে ভয়াবহ হামলা করে ইয়েমেনে আগ্রাসন চালানোর একটি যৌথ ব্রিটিশ-মার্কিন প্রচেষ্টা নস্যাত করে দিয়েছি। খবর ইরনার।
বিবৃতিতে তিনি বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর হামলার ফলে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানকে লোহিত সাগরে আগের অবস্থান থেকে উত্তর দিকে সরিয়ে নেওয়া হয়েছে।
ওই রণতরী লক্ষ্য করে রোববার আটটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ১৭টি ড্রোনের সাহায্যে একটি বিশেষ অভিযান চালানো হয় বলে তিনি জনান।
জেনারেল সারি বলেন, এ অভিযানে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো ধ্বংস করতে আকাশে উড্ডয়ন করা একটি মার্কিন এফ-১৮ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়।
এর আগে রোববারই মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাবাহিনী তাদের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে। তবে তারা দাবি করে, ‘ফ্রেন্ডলি ফায়ার’ বা ভুল করে নিজেদের গুলিতে এটি বিধ্বস্ত হয়েছে।
মার্কিন বাহিনী এক বিবৃতিতে দাবি করে, ইউএসএস হ্যারি এস ট্রুম্যান নৌবহরের অন্যতম রণতরী ইউএসএস গেটিসবার্গ থেকে ভুলে এফ-১৮ যুদ্ধবিমানটিকে গুলি করা হয়েছিল।