উত্তরবঙ্গ আর অবহেলিত থাকবে না,উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া

উপজেলা প্রতিবেদক (কাহারোল )
প্রকাশের সময়: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ । ৮:৩০ পূর্বাহ্ণ

উত্তরবঙ্গ আর অবহেলিত থাকবে না প্রতিশ্রুতি দিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এছাড়াও তিনি বলেন দিনাজপুরে কাহারোল উপজেলা অন্যান্য উপজেলার থেকে অবহেলিত অবস্থায় রয়েছে এই এলাকার সড়ক, কালভার্ট, শিক্ষার হার বৃদ্ধি সহ বিগত সরকারের আমলে উত্তরবঙ্গের যেসব উপজেলা বৈষম্য করে পিছিয়ে রাখা হয়েছে, সে সব এলাকা আর পিছিয়ে থাকবে না, প্রত্যেকটি সেক্টরে উন্নয়ন বাস্তবায়ন  করা হবে বলে উপদেষ্টা প্রতিশ্রুতি দেন। পরে তিনি কাহারোল উপজেলার পরমেশ্বরীপুর ২৮০ মিটার ব্রিজ ও জগন্নাথ পুর ব্রিজ নির্মাণ বাস্তবায়নে পরিদর্শন করেন। মঙ্গলবার (২৪ডিসেম্বর ২০২৪)দিনাজপুরের কাহারোল উপজেলা পরিদর্শনে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ হলরুমে, উপজেলার অসহায় ও দুস্থ ব্যক্তিদের মাঝে শীত বস্ত্র বিতরণ এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় দিনাজপুর জেলা প্রশাসক বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপদেষ্টার একান্ত সচিব মোঃ আবুল হাসান,রংপুর  স্থানীয় সরকার বিভাগীয় কমিশনারের কার্যালয়ের পরিচালক মোঃ আবু জাফর, কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম, দিনাজপুর পুলিশ সুপার( পিপিএস-সেবা) মোঃ নাজমুল হাসান, দিনাজপুর নির্বাহী প্রকৌশলী (এলজিইডি)মোঃ মাসুদুর রহমান, কাহারোল উপজেলা সমবায় অফিসার সারোওয়ার মুর্শেদ প্রমূখ। অনুষ্ঠানটি সার্বিক সঞ্চালনায় দায়িত্ব পালন করেন কাহারোল সহকারী কমিশনার ভূমি মোঃবোরহান উদ্দিন।

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন