নেত্রকোণায় উদ্ধার যুবকের গলাকাটা মরদেহ

জেলা প্রতিবেদক, নেত্রকোণা
প্রকাশের সময়: শনিবার, ১২ আগস্ট, ২০২৩ । ৩:০৫ অপরাহ্ণ

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ভাড়ায় মোটরসাইকেল চালক বাদল মিয়া (৩২) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার  দুপুরে উপজেলার মডেল একাডেমির রাস্তার পাশে পড়ে থাকা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মোটরসাইকেল চালক বাদল মিয়া উপজেলার চিরাং ইউনিয়নের কিসমত চিথোলিয়া গ্রামের সুলতু মিয়ার ছেলে। কেন্দুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শুক্রবার সকালেও মোটরসাইকেল নিয়ে ভাড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন বাদল। পরে রাতে আর বাড়ি ফেরেননি তিনি। পরে শনিবার সকালে স্থানীয়রা বৈশ্যপাট্টা মডেল একাডেমি সংলগ্ন রাস্তার পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে জানিয়ে ওসি মো. আলী হোসেন বলেন, শুক্রবার দিবাগত রাতে কোনো এক সময়ে দুর্বৃত্তরা মোটরসাইকেল চালক বাদলকে হত্যা করে তার মোটরসাইকেলটি নিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ইউকে/পিআর

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন