সাংবাদিক সম্মাননা পেলেন মানবকণ্ঠ পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ ওমর ফারুক

চন্দনাইশ প্রতিনিধি (চট্টগ্রাম)
প্রকাশের সময়: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ । ৯:০০ পূর্বাহ্ণ

এলাকার মাটি ও মানুষের পাশে থেকে পেশাদারিত্বের সাথে গণমানুষের কল্যাণে নানা দুর্নীতি, অনিয়ম, সমস্যা ও সম্ভাবনা নিয়ে সংবাদ প্রকাশ করে সমাজে গুরুত্বপুর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসাবে, চারণ সাংবাদিক রতন সরকার স্মৃতি, “সম্মাননা” পেলেন জাতীয় দৈনিক মানবকণ্ঠ পত্রিকার চন্দনাইশ (চট্টগ্রাম) উপজেলা প্রতিনিধি মোহাম্মদ ওমর ফারুকসহ সারাদেশ থেকে ৪৫ জন সাংবাদিক।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের উদ্যোগে রোববার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে যুগরত্ন সাংবাদিক সম্মাননা, পেলেন ৩ জন। দেশের সেরা সংবাদ সম্মাননা পেলেন ১০ জন।

চারণ সাংবাদিক রতন সরকার স্মৃতি সম্মাননা পেলেন ৪৫ জন। এবং পেশাগত দায়িত্ব পালনকালে হত্যার শিকার ৩ জন সাংবাদিককে মরণোত্তর সাংবাদিক সম্মাননা প্রদান করা হয়।

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন