শাজাহানপুরে ছাত্রলীগ নেতা গাউস আটক

উপজেলা প্রতিনিধি, শাজাহানপুর
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪ । ৬:১৩ অপরাহ্ণ

বগুড়া শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও করতোয়া ছাত্র সংঘের সভাপতি গোলাম গাউস লেমন থানা পুলিশের হাতে আটক। আজ বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর আনুমানিক বিকাল ৪টায় শাজাহানপুর‌ উপজেলার বি-ব্লক এলাকায় খালার বাড়িতে বিয়ে খেতে এসে জনতার হাতে ধরা পড়ে শাজাহানপুর থানা হামলা মামলার আসামী, ভুমিদস্যু, চাঁদাবাজ, ইয়াবা ব্যবসায়ী ও শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম গাউস লিমন।

পরে তাকে শাজাহানপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটক গাউস রহিমাবাদ এলাকার শাহ আলমের পুত্র। তার বিরুদ্ধে চুরি, অবৈধ মাদক ব্যবসা, চাঁদাবাজি, ভূমিদস্যুতা ও শাজাহানপুর থানা পুলিশের উপর হামলা’সহ একাধিক মামলা রয়েছে।

৫ আগস্টের পর হতে পলাতক থাকলেও খালাতো বোনের বিবাহ উপলক্ষে বাড়িতে আসে লিমন। পরে বিষয়টি টের পেয়ে দীর্ঘদিন লিমনের হাতে নির্যাতিত জনগণ তার বাড়ি ঘিরে ফেলে।

এমত অবস্থায় থানা পুলিশে সংবাদ দেন ওই এলাকার ইউপি সদস্য তাজুল ইসলাম। পরে পুলিশ পৌঁছানোর পর বিক্ষুব্ধা জনতা সামান্য উত্তম মাধ্যম দিয়ে পুলিশে তুলে জনতা।

উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আইয়ুব হোসেন জানান, গাউস দীর্ঘদিন যাবত এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে মাদকের কারবার, জোর পূর্বক ইট বালু সিমেন্টের ব্যবসা চালিয়ে আসছিল।

শাহজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম জানান বিকাল ৪ টার দিকে বি ব্লক এলাকা থেকে তাকে আটক করা হয়। তার নামে এ পর্যন্ত পাঁচটি মামলা রয়েছে এর মধ্যে একটি রাজনৈতিক মামলা।

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন