বীরগঞ্জে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বুধবার, ১ জানুয়ারি, ২০২৫ । ৮:৪১ অপরাহ্ণ

দিনাজপুরের বীরগঞ্জে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আলোচনাসভার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১ জানুয়ারী সকাল ১০টায় বীরগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার সকালে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের শহিদ মিনার চত্বরে সামিউল ইসলাম সবুজ এর সঞ্চালনায় উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি মোঃ মোস্তফিজুর রহমান চৌধুরী আকাশ এর সভাপতিত্বে আলোচনাসভায় ছাত্রদলের আদর্শ নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্বৈরাচার শেখ হাসিনা সরকারের জুলুম, অত্যাচার, নিপীড়ণ ও দূর্নীতি নিয়ে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি মোঃ আমিরুল বাহার, বীরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সুভাস দাস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর চৌধুরী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল জব্বারসহ উপজেলা বিএনপি অঙ্গসংগঠন এর সভাপতি, সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবকদল, যুবদল ও উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা ছাত্রদল সভাপতি মোঃ মোস্তফিজুর রহমান চৌধুরী আকাশ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বীরগঞ্জ উপজেলায় ১১ টি ইউনিয়ন ১ টি পৌরসভার সকল শ্রেণিপেশার মানুষকে ধন্যবাদ ও কর্তৃজ্ঞতা জানিয়ে তিনি বলেন আগামী দিনে যত আন্দোলন আসবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শান্তিপূর্ণ ভাবে পালন করবে যে সকল অন্যায় অবিচার হবে বাংলাদেশ ছাত্রদল তা কঠোর হস্তে দমন করবে। শিক্ষা শান্তি ঐক্য নিয়ে নবাগত ছাত্রদের ছাত্রদলের যোগ দেওয়ার আহব্বান জানান এবং ছাত্রদলের সকল নেতাকর্মী সদস্যদের সত্য ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে ।

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন