আবুধাবি পর্যটক বাড়াতে নিচ্ছে পদক্ষেপ 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১২ আগস্ট, ২০২৩ । ৩:২৮ অপরাহ্ণ

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাতের বৃহত্তম এমিরেত এবং রাজধানী আবুধাবির প্রতি দেশি- বিদেশি পর্যটকদের আকর্ষণ বাড়াতে সেখানকার হোটেল-রিসোর্টগুলো থেকে প্রাপ্ত রাজস্বের পরিমাণ হ্রাসের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আবুধাবির হোটেল-রিসোর্টগুলোকে আর পৌরকর এবং আগত অতিথিদের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট কোনো কর প্রদান করতে হবে না। আগামী ১ সেপ্টেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে ডিসিটি-আবুধাবি।

ইতোমধ্যে আবুধাবির সব হোটেল ও রিসোর্টের মালিক ও ব্যবস্থাপকদের কাছে বিজ্ঞপ্তির অনুলিপি পৌঁছে গেছে। আবুধাবির পর্যটন ব্যবসায়ের সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন, সরকারের এই পদক্ষেপের জেরে আবুধাবিতে আসা পর্যটকদের হোটেলে অবস্থান সংক্রান্ত ব্যয় কমকে অন্তত ৪ থেকে ৬ শতাংশ।

চলতি বছর এই সংখ্যা ২ কোটি ৪০ লাখে উন্নীত করার লক্ষ্যমাত্রা সরকার নিয়েছে উল্লেখ করে ওই কর্মকর্তা বলেন, ‘দুবাই ইতোমধ্যে জনপ্রিয় আন্তর্জাতিক পর্যটন শহরের স্বীকৃতি পেয়ে গেছে। আমরা আবুধাবিকে সংযুক্ত আরব আমিরাতের সংস্কৃতি ও অতিথি আপ্যায়নের কেন্দ্র হিসেবে দেশি-বিদেশি পর্যটকদের সামনে তুলে ধরতে চাই। এ কারণেই রাজস্ব কমানোর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সূত্র : গালফ নিউজ

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন