মাদারীপুরে ট্রেনের ধাক্কায় নারী নিহত

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশের সময়: রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫ । ১২:২৪ অপরাহ্ণ

মাদারীপুরের শিবচরের পাঁচ্চরে ট্রেনের ধাক্কায় নুরজাহান বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। শনিবার (৪ জানুয়ারি) সকালে শিবচরের পাঁচ্চর তেলের পাম্প সংলগ্ন মাদবরের চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরজাহান বেগম শিবচরের দত্তপাড়া ইউনিয়নের বাঁচামারা শিকদার কান্দি এলাকার ভুলু শিকদারের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে পাঁচ্চর তেলের পাম্প সংলগ্ন রেললাইনের পাশে এক নারীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা। ওই নারীর মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল। ঢাকাগামী একটি ট্রেন যাওয়ার পরই রেললাইনের পাশে রক্তাক্ত অবস্থায় ওই নারীকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। তিনি রেললাইনের এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকতার হোসেন বলেন, আমরা খবর পেয়ে রেলওয়ে পুলিশকে জানিয়েছি। রেলওয়ে পুলিশ ব্যবস্থা নিচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে রেলগাড়ির ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে।

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন