বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী গুরুতর আহত

উপজেলা প্রতিনিধি, কাহারোল
প্রকাশের সময়: শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ । ১:০৫ অপরাহ্ণ

দিনাজপুরে কাহারোল উপজেলার শিক্ষার্থী ও কাহারোল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলামের ছেলে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী সুয়াইম আহমেদ মাহিব ও তার ঘনিষ্ঠ বন্ধু গ্রাফিক্স ইনস্টিটিউট ঢাকার শিক্ষার্থী মো. নাজিম আহমেদ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়।

গত বুধবার কাহারোল উপজেলার ৩ নং মুকুন্দপুর ইউনিয়নের সুন্দইল গ্রামের মো. আমিনুল ইসলামের ছেলে সুয়াইম আহমেদ মাহিব ও পৌরিয়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মোতাহার হোসেনের ছেলে নাজিম আহমেদ এবং ব্রাহ্মণ বাড়িয়ার রাফিসহ তিন বন্ধু মিলে ঢাকা থেকে দিনাজপুরে বেড়াতে এসে তিন বন্ধু মিলে বিকেলে মোটরসাইকেলে ভ্রমণে গেলে বীরগঞ্জ উপজেলার কাশিপুর নামক স্থানে পার্শ্ববর্তী অপর মোটরসাইকেলের ধাক্কায় দুর্ঘটনায় সুয়াইম আহমেদ মাহিব ও নাজিম আহমেদ গুরুতর আহত হয়।

স্থানীয়রা আহতদের তাৎক্ষণিক বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুরে স্থানান্তর করে ।

পরে তাদের অভিভাবক দিনাজপুর চেকআপ ডায়াগনস্টিক এন্ড হসপিটাল অর্থোপেডিক সার্জন ডাঃ বিপুল চন্দ্র রায়ের অধীনে চিকিৎসাধীন রয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন