বীরগঞ্জে দিনব্যাপী উত্তম কৃষি চর্চা শীর্ষক কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫ । ৪:৪২ অপরাহ্ণ

দিনাজপুরের বীরগঞ্জে উত্তম কৃষি চর্চা শীর্ষক দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ জানুয়ারি) সকালে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় বীরগঞ্জ কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক ও কৃষাণীদের প্রশিক্ষণ হলরুমে উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষণের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর দিনাজপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ হামিদুর রাহমান।

৫০জন কৃষক-কৃষাণীর অংশগ্রহণে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর দিনাজপুর অঞ্চলের খামারবাড়ি অতিরিক্ত (উদ্ভিদ সংরক্ষণ) উপ-পরিচালক আবু জাফর মোঃ সাদেক, পার্টনার এর সিনিয়র মনিটরিং অফিসার দিনাজপুর অঞ্চল সঞ্জয় দেবনাথ, বীরগঞ্জ উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মোঃ রকিবুল হাসান প্রামানিক।

প্রশিক্ষন শেষে অংশগ্রহনকারী কৃষক-কৃষাণীদের সনদ প্রদান করা হয়।

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন