
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে শাজাহানপুরে এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আয়োজনে উপজেলার মাঝিড়া ইউনিয়নের ওমর হালিমা হাফেজিয়া মাদ্রাসার এতিম ও হাফেজ শিশুদের নিয়ে দোয়া মুনাজান অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে মাঝিড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব খায়রুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বগুড়া জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি ও বগুড়া জেলা বিএনপির সদস্য অধ্যাপক সাজ্জাদুজ্জামান সিরাজ জয়, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বগুড়া জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক এস এম রবিউল হাসান দারুন।
অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি ও পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদার মাসুদুর রহমান মাসুদ, সেক্রেটারি শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুলতান আহমদ, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদি হাসান অভ্র, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের মাঝিড়া ইউনিয়ন শাখার সভাপতি সাব্বির আহমেদ, আমরুল ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম খোট্টাপাড়া ইউনিয়ন সভাপতি জাহাংগীর আলম চুপিনগর ইউনিয়নের সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ।