
দিনাজপুর-১ বীরগঞ্জ-কাহারোল আসনে জামায়াতের প্রার্থীর নাম ঘোষণা দিনাজপুরের বীরগঞ্জে এমপি প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।
জাতীয় সংসদের-৬, দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) এর সংসদীয় আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।
৪ ফেব্রুয়ারী মঙ্গলবার বীরগঞ্জ আলিয়া মাদ্রাসার হলরুমে বিকাল ৩ টায় বীরগঞ্জ ও কাহারোল উপজেলার রোকনদের নিয়ে আলোচনা সভা শেষে তাদের দলীয় প্রার্থী হিসাবে বীরগঞ্জের কৃতি সন্তান ঢাকা মহানগর উত্তরের সুরা সদস্য, তুরাগ থানার আমির, দিনাজপুর শহর শিবিরের সাবেক সভাপতি মতিউর রহমানের নাম ঘোষণা করেন।