
অভিনেত্রী মেহের আফরোজ শাওনের গ্রামের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে জামালপুর সদর উপজেলার নরুন্দি এলাকায় তার গ্রামের বাড়িতে প্রবেশ করে বিক্ষুব্ধরা। এর আগে ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)।
বিকেলে জামালপুর সদর উপজেলার নরুন্দি এলাকায় অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বাবা ও নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের শ্বশুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলীর বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। আগুন দিয়ে উৎসুক ছাত্র-জনতা মাইক বাজিয়ে আনন্দ মিছিল করে। খবর পেয়ে জামালপুর থেকে ফায়ার সার্ভিস আগুন নেভানোর জন্য গেলে ছাত্র -জনতা ফায়ার সার্ভিসের সদস্যদের ফিরিয়ে দেয় ৷
এছাড়া জামালপুর শহরের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের বাড়িতেও ভেকু দিয়ে ভাঙচুরসহ অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাস বলেন, ফ্যাসিবাদী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে ছাত্র-জনতা বিভিন্নভাবে প্রতিবাদ জানাচ্ছে। জামালপুর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের বাসায় অগ্নিসংযোগ করা হয়েছিল। আমরা এসে ছাত্র-জনতাকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসি।