নড়াইলে গাঁজাসহ যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫ । ১০:২০ অপরাহ্ণ

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানা এলাকা থেকে গাঁজাসহ আবু বকর ওরফে শাহ আলম (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কলাবাড়িয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত ওই যুবক উপজেলার নড়াগাতি থানার আইচপাড়া গ্রামের মো.বিল্লাল হোসেনের ছেলে।

নড়াইল জেলা গোয়ান্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ দারা খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদ পেয়ে নড়াগাতি থানা এলাকার কলাবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আবু বকর ওরফে শাহ আলম নামে এক যুবককে গাঁজাসহ গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে পাওয়া ৪০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃত ওই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও তাকে আদালতে পাঠানো হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন