নড়াইলে শেখ মুজিবের ম্যুরাল গুড়িয়ে দিলো ছাত্র-জনতা

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫ । ১০:২৫ অপরাহ্ণ

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে শহরের পুরাতন বাস টার্মিনাল, জেলা প্রশাসনের কার্যালয় ও জেলা পরিষদের সামনে থাকা এসব ম্যুরাল গুড়িয়ে দেয়া হয়।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার সদস্য সচিব মো. সাফায়েতের নেতৃত্বে বিকেল ৩ টার দিকে প্রথমে শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় শেখ মুজিবুর রহমানের ম্যুরাল এক্সকেভেটর দিয়ে গুড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এরপর একে একে নড়াইল সদর উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থিত শেখ মুজিবুর রহমানের আরো তিনটি ম্যুরাল গুড়িয়ে দেওয়া হয়। এ ছাড়া নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাচীরের দেয়ালে ও নড়াইল পৌরসভার গেটে থাকা শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবিযুক্ত অংশ ভেঙে ফেলা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার সদস্য সচিব. সাফায়েত বলেন, শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্যের কারণে তার ধানমন্ডির বাড়ি গুড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা। এরই ধারাবাহিকতায় নড়াইলে আমরা এগুলো করেছি। সারাদেশেই বিক্ষুব্ধ ছাত্র-জনতা এই কাজ করেছে।

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন