
দিনাজপুরের কাহারোল উপজেলায় নামাজরত কিশোরীকে এলোপাথাড়ি ছুরিকাঘাতে গুরুতর আহত কিশোরী সৌরভী মাহি অবশেষে আজ ভোরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।
ঘটনার বিবরণে জানা যায় ১২ ফেব্রুয়ারি বুধবার রাত সাড়ে ৮ টায় উপজেলার দ্বিপনগর গ্রামের জুয়েল রানার বাড়ীতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আফিফ হোসেন (১৬) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। সে একই উপজেলার ভাতগাঁ গ্রামের আবুল কালামের ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৮টার দিকে নিজ বাড়িতেই নামাজ পড়ছিল জুয়েল রানার ১৫ বছর বয়সী মেয়ে কিশোরী সৌরভী মাহি। ঐ সময় আফিফ হোসেন তার বাড়ীর প্রাচীর টপকিয়ে ঘরে ঢুকে এলোপাথাড়ি ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় ।
কাহারোল থানায় বিষয়টি জরুরী জানানো হলে কাহারোল থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ ঘন্টার ব্যবধানে কিশোর আফিফকে আটক করতে সক্ষম হয়।
কাহারোল থানার অফিসার ইনচার্জ মোঃ রহুল আমিন নিশ্চিত করে জানান,গুরুতর আহত কিশোরীকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হলেও অবশেষে আজ ভোরে তার মৃত্যু হয়। ঘটনাকারী কিশোরকে দ্রুত আটক করা হয় এবং কাহারোল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।