বীরগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫ । ৩:১৯ অপরাহ্ণ

যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিনাজপুর জেলার বীরগঞ্জের নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ ইয়ূথ ফার্স্ট কনসার্ন্স এর আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালের শুরুতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন ও এক মিনিট নীরবতা পালন করা হয়। দিবসটি উপলক্ষে সকালে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থী, শিক্ষক, বিওয়াইএসসি’র কর্মকর্তাবৃন্দ এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। পরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে দিবসটির তাৎপর্য তুলে ধরা হয়।

আলোচনা পর্বে বাংলাদেশ ইয়ূথ ফার্স্ট কনসার্ন্স এর বীরগঞ্জ অফিসের প্রোগ্রাম ম্যানেজার অসিত চৌকিদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক উপ-সহকারি শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান। তিনি ভাষা আন্দোলনের ইতিহাস, মাতৃভাষার গুরুত্ব এবং বর্তমান প্রজন্মের করণীয় সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, বাংলাদেশ ইয়ূথ ফার্স্ট কনসার্ন্স এর প্রোগ্রাম কর্ডিনেটর মজিদুল ইসলাম বাবু, রুয়েল এ্যাক্কা, সীমা রানী রায়, বাংলাদেশ ইয়ূথ ফার্স্ট কনসার্ন্স এর হোম পেরেন্টস অমৃত, মাইকেল, ভলান্টিয়ার প্রদীপ রায় সহ আরো অনেকে।

আলোচনা শেষে ভাষা দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উত্তরের কণ্ঠ/পিআর/জিতু

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন