সাবরেজিস্ট্রি অফিসে অতিরিক্ত টাকা আদায়ের বিরুদ্ধে বিক্ষোভ

জেলা প্রতিনিধি, জয়পুরহাট
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫ । ৬:২২ অপরাহ্ণ

জয়পুরহাটের পাঁচবিবির সাবরেজিস্ট্রি অফিসে টাকা নিয়ে ভুয়া দলিল দেওয়া এবং দলিল লেখকদের অতিরিক্ত টাকা আদায়ের বিরুদ্ধে বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে পাঁচবিবি সাবরেজিস্ট্রার অফিসে এই কর্মসূচি পালিত করা হয়।

এ সময় শিক্ষার্থীরা পাঁচবিবির ভারপ্রাপ্ত সাব রেজিস্টার এসএম কামরুল হোসেন ও দলিল লেখক সমিতির সভাপতি আর সাধারণ সম্পাদককে কয়েক ঘণ্টা এজলাসে অবরুদ্ধ করে রাখে। বিক্ষুব্ধ আন্দোলনকারীদের সঙ্গে প্রচণ্ড বাকবিতণ্ডা হয় তাদের।

পরে এজলাসের বাইরে এক সংক্ষিপ্ত সমাবেশে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এ এইচ হাসিবুল হক সানজিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন – মুখ্য সংগঠক এহসান নাহিদ, যুগ্ম আহ্বায়ক আল আমিন ফকিরসহ স্থানীয় ছাত্র প্রতিনিধি ও ভুক্তভোগীরা।

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন