
দিনাজপুরের কাহারোল উপজেলায় অজ্ঞাতনামা সেই মরদেহর পরিচয়৷ অবশেষে উদ্ধার করেছে পুলিশ প্রশাসন। তার বাড়ী পার্শ্ববর্তী বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের দারিয়াপুর গ্রামের মোঃ দলিল উদ্দিনের ছেলে মোঃ মিলন হোসেন (৩০)।
সে পেশায় একজন কৃষি কাজে ব্যবহৃত পাওয়ার টিলারের চালক ছিলেন। শুক্রবার (২০ মার্চ ২০২৫) সকালে কাহারোল উপজেলার ৩ নং মুকুন্দপুর ইউনিয়নের জগনাথপুর গ্রামের জগনাথপুর উচ্চ বিদ্যালয়ের পার্শ্ববর্তী কবরস্থানে মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী।
মৃত ব্যক্তির শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে, লাশ সনাক্ত করতে না পেরে স্থানীয় জনতা কাহারোল থানায় খবর দিলে থানা পুলিশ সি আই ডি ও পি বি আই পুলিশের সহায়তায় মোবাইল প্রযুক্তির মাধ্যমে তার পরিচয় উদঘাটন করে তার মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
কাহারোল থানা অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমিন নিশ্চিত করে জানান, মৃত ব্যক্তিকে কেউ হত্যা করে লাশ ঐ স্থানে ফেলে গেছেন বলে ধারণা করা হচ্ছে ।
তিনি আরও বলেন, দীর্ঘ সময় পর মরদেহের মোবাইল ফোনটি উদ্ধার করা হয় এবং সিআইডি ও পিবিআই পুলিশের সহায়তায় মরদেহ সনাক্ত করা সম্ভব হয়।