বীরগঞ্জে পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মনায়েম গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫ । ৫:৩৯ অপরাহ্ণ

দিনাজপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র ও জনতার উপর হামলা সহ নাশকতাকারী এবং নাশকতার পরিকল্পনাকারী মামলায় বীরগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মনায়েম হোসেন মিয়াকে শুক্রবার দুপুরে উপজেলার সাব রেজিস্ট্রি অফিস সংলগ্ন গলি থেকে গ্রেফতার করেছে বীরগঞ্জ থানা পুলিশ।

মনায়েম হোসেন মিয়া (৩০) বীরগঞ্জ পৌরসভার সুজালপুর ঈদগা মাঠ এলাকার ওয়াসেক মিয়ার ছেলে।
‎
শুক্রবার (২১ মার্চ) বেলা ২টার দিকে পৌর শহরের সাব রেজিস্ট্রি অফিস সংলগ্ন গলি থেকে তাকে গ্রেফতার করেছে বীরগঞ্জ থানা পুলিশ।
‎
সাবেক ভাইস চেয়ারম্যান ও ছাত্রলীগ নেতা মনায়েম হোসেন মিয়া কে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বলেন, তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র ও জনতার উপর হামলা সহ নাশকতাকারী এবং নাশকতার পরিকল্পনাকারী মামলায় আসামী হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে মর্মেও তিনি জানান।

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন