বীরগঞ্জের ৪ নং পাল্টাপুর ইউনিয়নের শ্রমিক দলের কমিটি গঠন

নিজেস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫ । ১:৪০ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল দিনাজপুরের  বীরগঞ্জ উপজেলার ৪ নং পাল্টাপুর  ইউনিয়ন শাখার কমিটি ঘোষণা করা হয়েছে।

৫ এপ্রিল শনিবার  সকাল ১০ টায়  উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব খাইরুল ইসলাম  বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল বীরগঞ্জ উপজেলা শাখার শ্রমিক দলের আহবায়ক মো. আজহারুল ইসলাম রাজা   যৌথ স্বাক্ষরিত ৩১ সদস্য বিশিষ্ট নবগঠিত এ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত এ কমিটিতে ৪ নং পাল্টাপুর  ইউনিয়নের মো: আলমগীর হোসেন কে সভাপতি, মো.  রফিক  কে সাধারণ সম্পাদক ও মো. সুমন আলী কে সাংগঠনিক সম্পাদক করা হয়।

এছাড়া এ কমিটিতে  সিনিয়র সহসভাপতি মো রশিদুল ইসলাম,সহ সভাপতি মো.রিয়াজুল ইসলাম,  আব্দুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক  মো আমজাত হোসেন,সহ সাধারণ সম্পাদক সোহেল রানা ও রফিকুল ইসলাম, যুগ্ন সাংগঠনিক  সম্পাদক মো হাচেন আলী ও নুর আলী দপ্তর সম্পাদক মো এরশাদ আলী, অর্থ সম্পাদক মো জহিরুল ইসলাম, প্রচার সম্পাদক মো শফিকুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক মো মাহফুজা বানু,ক্রিয়া বিষয়ক সম্পাদক  মো গোলাম রহমান

এছাড়া এ কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন মো.  আকবর আলী, মো.মাহাবুর রহমান  মো. রুহুল আমিন মো. জাহিদুল ইসলাম, আবু সাইদ, আজিজুর রহমান,জয়নাল আবেদিন,মুজিবুল ইসলাম, জহরুল ইসলাম, হায়দার আলী,রহিচ,আশিকুজ্জামান, মজিবুর রহমান, মহসিন আলী,মিঠু ইসলাম প্রমুখ।

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন