ছোট ভাইয়ের হাতে বড় ভাইর মৃত্যু

জেলা প্রতিবেদক, ফেনী
প্রকাশের সময়: রবিবার, ২৭ আগস্ট, ২০২৩ । ৭:১১ অপরাহ্ণ

ফেনীর ছাগলনাইয়ায় ছোট ভাই শাহ আলম (৪৫) ও তার সহযোগীদের আঘাতে বড় ভাই মোহাম্মদ সেলিমের(৫৫) মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। উপজেলার শুভপুর ইউনিয়নের উত্তর মন্দিয়া গ্রামের অলী সওদাগরের বাড়িতে গত বুধবার দুই ভাইয়ের মধে ̈ সংঘর্ষে সেলিম গুরুত্বর আহত হন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার তিনি মৃত্যুবরণ করেন।

স্থানীয়দের থেকে জানা যায়, বুধবার বিকালে বাড়ির পাশে জমিতে লাংগল দেওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরতর আহত হয় মোহাম্মদ সেলিম ও তার পুত্র জিসান আহমেদ। আহত অবস্থায় মোহাম্মদ সেলিমকে ছাগলনাইয়া উপজেলা ̈কমপ্লেক্স নিয়ে গেলে অবস্থা আশংকাজনক মনে হলে চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রেরণ করা হয়।

শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। মোহাম্মদ সেলিম প্রতিবন্ধী বলে দাবী করেন তারঁ পরিবার। এদিকে জিসানের মাথায় পাচঁ সেলাই দিয়েছে। ঘটনার আগে-পরে থানায় দুইপক্ষই মামলা করেন। এদিকে সেলিম এর মৃত্যুর বিচার চেয়েছেন তার বৃদ্ধ মা হালিমা বেগম।

হালিমা বেগম বলেন, আমার বড় ছেলেকে ছোট ছেলে ও তার বউ আঘাত করেছে। আমি এর বিচার চাই। সেলিমের বড় মেয়ে রোকসানা আক্তার জবা বলেন, আমার বাবার হত্যা মামলার বিচার চাই। আমার চাচা শাহ-আলম, চাচী শিল্পী(৩৮)ও চাচাতো ভাই আমাদের এতিম করেছে। তারা আমার অসুস্থ পিতাকে মেরে ফেলেছে। আমরা সঠিক বিচার চাই। ছাগলনাইয়াথানার ওসি সদ্বুীপ রায় জানান, ২৪ তারিখ দুই পক্ষই পাল্টাপাল্টি মামলা করেছে। আসামীদের ধরতে পুলিশ কাজ করছে।

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন