চন্দনাইশে অবৈধভাবে মজুদকৃত ৪ হাজার ঘনফুট বালু জব্দ

জেলা প্রতিবেদক (চট্রগ্রাম )
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩ । ১০:২৬ অপরাহ্ণ

চট্টগ্রামের চন্দনাইশে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে অবৈধভাবে উত্তোলন করা প্রায় ৪ হাজার ঘনফুট বালু জব্দ করেছে।

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর দুপুর ১২.২৫ ঘটিকার সময় চন্দনাইশ উপজেলার ৪নং বরকল ইউনিয়নের ৪নং ওয়ার্ড কানাইমাদারী গ্রামের ছামুদরিয়া ঘাটকুলে এ অভিযান চালানো হয়।অভিযান পরিচালনা করেন চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।

তিনি বলেন, অভিযোগ পেয়ে বৃহস্পতিবার দুপুরে ৪নং বরকল ইউনিয়নের ৪নং ওয়ার্ড কানাইমাদারী গ্রামের ছামুদরিয়া ঘাটকুলে অভিযান চালানো হয়। অভিযানে প্রাই ৪ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। উক্ত জব্দকৃত বালু ৪নং বরকল ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড মেম্বার আবু জাফরের জিম্মায় রাখা হয়।অভিযান পরিচালনায় সহযোগিতা করেন চন্দনাইশ থানা পুলিশের একটি দল ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন