পীরগঞ্জে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে গৃহবধুর মৃত্যু

জেলা প্রতিবেদক (ঠাকুরগাঁও )
প্রকাশের সময়: শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩ । ৬:৫৩ অপরাহ্ণ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে দুলালী আক্তার (৩৫) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। দুলালী পৌর শহরের টিএন্ডটি এলাকার আকিমুল ইসলামের স্ত্রী।
দুলালী’র পিতা দুলাল মোহাম্মদ জানান, তার কন্যা দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছিল। শুক্রবার সন্ধ্যায় দুলালীর স্বামী আকিমুল দাঁত ব্যাথার ওষুধ আনতে বাড়ির বাহিরে যান। এ সময় দুলালী দাঁতের ব্যাথা সহ্য করতে না পেরে বাড়িতে থাকা ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে ফেলে। পরে অসুস্থ্য অবস্থায় তাকে উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে দুলালীকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
পীরগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ শেখ জানান, ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে গৃহবধু মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন