
ফেনীর সোনাগাজী ডাকবাংলাতে বাসের ধাক্কায় আব্দুল কাইয়ুম(২৫) নামে মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।তার পিতার নাম হোসাইন আহম্মদ। তিনি সোনাগাজী চরদরবেশ ইউনিয়নের জমাদার বাজার এলাকার বাসিন্দা।
তিনি পেশায় একজন শিক্ষক বলে জানা গেছে। বাইকে মাদ্রাসায় যাওয়ার পথে ডাকবাংলাতে সোনাগাজী অভিমুখি একটি বাস তাকে ধাক্বা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তার সাথে জামিয়া ইসলামী দারুল উলুম মাদানিয়া আরাবি বিশ্ববিদ্যালয় যাত্রাবাড়ি ঢাকার, একটি পরিচয় পত্র মিলেছে।
জানা জায় কাইয়ুম এক বছর আগে বিয়ে করলেও স্ত্রীকে ঘরে তোলা হয়নি। কিছুদিনের মধ্যে স্ত্রীকে ঘরে তোলার কথা ছিলো।
উত্তরের কণ্ঠ/পিআর/জোবায়ের হোসেন