ফেনীতে বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত

জেলা প্রতিবেদক, ফেনী
প্রকাশের সময়: রবিবার, ৮ অক্টোবর, ২০২৩ । ১১:২১ অপরাহ্ণ

ফেনীর সোনাগাজী ডাকবাংলাতে বাসের ধাক্কায় আব্দুল কাইয়ুম(২৫) নামে মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।তার পিতার নাম হোসাইন আহম্মদ। তিনি সোনাগাজী চরদরবেশ ইউনিয়নের জমাদার বাজার এলাকার বাসিন্দা।

তিনি পেশায় একজন শিক্ষক বলে জানা গেছে। বাইকে মাদ্রাসায় যাওয়ার পথে ডাকবাংলাতে সোনাগাজী অভিমুখি একটি বাস তাকে ধাক্বা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তার সাথে জামিয়া ইসলামী দারুল উলুম মাদানিয়া আরাবি বিশ্ববিদ্যালয় যাত্রাবাড়ি ঢাকার, একটি পরিচয় পত্র মিলেছে।

জানা জায় কাইয়ুম এক বছর আগে বিয়ে করলেও স্ত্রীকে ঘরে তোলা হয়নি। কিছুদিনের মধ্যে স্ত্রীকে ঘরে তোলার কথা ছিলো।

 

 

উত্তরের কণ্ঠ/পিআর/জোবায়ের হোসেন

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন