ম্যাচ জিতেও আক্ষেপ রাহুলের

ক্রীড়া প্র্রতিবেদক
প্রকাশের সময়: সোমবার, ৯ অক্টোবর, ২০২৩ । ১২:৪৪ পূর্বাহ্ণ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটা নিশ্চিতভাবেই অনেক দিন মনে রাখবেন লোকেশ রাহুল। দলের পাঁচ নম্বর ব্যাটার হিসেবে নেমে দেখলেন আগের সকলেই শূন্য রানে আউট। দুই রানেই নেই তিন উইকেট। 

ইনিংসের শেষটাও করেছেন রাজকীয়। চিদাম্বারাম স্টেডিয়ামের গ্যালারিভর্তি দর্শকের সামনে ছয় মেরে দলকে জিতিয়েছেন তিনি। তবে ছয় মারার পরেই রাহুলের মুখভঙ্গি এদিন আলাদা করে নজরে এসেছে। ওই এক ছয় দলের জয় নিশ্চিত হলেও রাহুলের সেঞ্চুরিটা যে ফসকে গিয়েছে।

জয়ের জন্য ভারতের দরকার ছিল ৫ রান। আর সেঞ্চুরি পেতে রাহুলের দরকার ৯। এমন অবস্থায় রাহুল চেয়েছেন প্রথমে চার আর শেষে ছয় মেরে সেঞ্চুরি আর জয় দুটোই তুলে নিবেন। কিন্তু বলটা খানিক জোরেই হিট করেছেন তিনি। সীমানা পেরিয়ে সোজা ছয়। রাহুল অপরাজিত রইলেন ৯৭ রানে। আর সেই আক্ষেপটা ঠিকই ধরা পড়লো ক্যামেরায়।

ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার নিতে এসেও সেই আক্ষেপ চাপা রইলো না তার। ইয়ান বিশপকে সরাসরিই জানালেন, ‘আমি হিসাব করছিলাম কীভাবে সেঞ্চুরিটা করতে পারি। ওই শটটা ছক্কা না হয়ে চার হলে আমি আরেকটা শট খেলার সুযোগ পেতাম। পরের শটে ছক্কা হলেই হতো। আশা করি পরে কখনো সেঞ্চুরি পাব।’

এদিকে প্রত্যাশিত জয় পেলেও বিশ্বকাপের পয়েন্ট টেবিলে বাংলাদেশকে টপকানো হলো না ভারতের। এম চিদাম্বারাম স্টেডিয়ামে লো-স্কোরিং ম্যাচে অজিদের বিপক্ষে জয় পেতে ভারত খেলেছে ৪১ ওভারের বেশি।

স্বাভাবিকভাবেই তাই জয় পেলেও রানরেট খুব বেশি বাড়েনি ভারতের। ০.৮৮৩ রানরেট নিয়ে পয়েন্ট তালিকার ৫ নম্বরে আছে তারা। আর বাংলাদেশ আছে ৪র্থ স্থানে। আফগানদের বিপক্ষে জয়ের পর তিনে উঠে এলেও দক্ষিণ আফ্রিকার জয়ের সুবাদে চারে নামতে হয়েছে টাইগারদের। পয়েন্ট টেবিলে ভারত আছে পাঁচে। শীর্ষ চারে আছে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান এবং বাংলাদেশ।

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন