দিনাজপুর হাবিপ্রবির পুকুরে ডুবে এক ছাত্রীর মৃত্যু

তানভীর আহাম্মেদ প্রতিবেদক
প্রকাশের সময়: শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩ । ১০:২৭ পূর্বাহ্ণ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুকুরের পানিতে ডুবে দিনাজপুর সরকারী কলেজের এক ছাত্রীর মৃত্যু হয়েছে। আরেক ছাত্রী এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসাপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।

 

বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের মৎস্য অনুষদের সামনে পুকুরে এই ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম সাদিয়া আক্তার প্রীতি (২৩)। তিনি দিনাজপুর শহরের বালুবাড়ী মোহল্লার মোঃ সাদেক আলীর মেয়ে।তিনি দিনাজপুর সরকারী কলেজের অনার্স ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী।

 

চিকিৎসাধীন শিক্ষার্থীর নাম লিপা (২৩)। তিনি ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার হাসাপাতাল সংলগ্ন ডাঙ্গাপাড়া গ্রামের মোস্তফার মেয়ে। তিনিও দিনাজপুর সরকারী কলেজের অনার্স ইংরেজি বিভাগের চতুর্থ বষের ছাত্রী। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রক্টরের অধ্যাপক ড. মোঃ মামুনুর রশীদ জানান, বিশ্ববিদ্যালয়ের পুকুরে দুইজন শিক্ষার্থী পড়ে গেছে।

 

এই খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে যাই। গিয়ে দেখি ডেকোরেশনের দুইজন শ্রমিক তাদেরকে উদ্ধার করে।আমরা বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে দ্রুত দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে যাই । শিক্ষার্থী নিপাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরজনকে আইসিউইতে ভর্তি করা হয়েছে। আমরা তখন জানতামনা এরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নাকি সরকারি কলেজের ছাত্রী। পরে আমরা জানতে পারি তারা সরকারি কলেজের ছাত্রী। আমরা এখন জানতে পারিনি কি ভাবে তারা পুকুরের পানিতে পড়ে গেল। পুলিশ তদন্ত করে বের করবে। আমরা সহযোগীতা করব। অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা খবর পেয়ে হাসাপাতালে গিয়ে তাদের পরিচয় সানক্ত করি। তদন্ত শুরু হয়েছে। আমরা প্রাথমিক ভাবে ঘটনা জানতে পারিনি।

তবে সরকারি কলেজের ছাত্রী কি জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়েছিল এবং সেখানে কি ঘটেছিল সেই বিষয়টি নিয়ে তদন্ত করছি। দিনাজপুর কোতয়ালী থানার ওসি মোঃ ফরিদ হোসেন জানান, লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হচ্ছে। যেহেতেু মৃত্যুর কারণ জানা যায়নি, সেহেতু প্রয়োজনে ময়না তদন্ত করা হবে।

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন