
বগুড়ায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। তবে বিমানের পাইলটরা সুস্থ আছেন। এক খুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
রোবরার দুপুর সোয়া ১টার দিকে জেলার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের বড়মোহর এলাকায় এ ঘটনাটি ঘটে। আইএসপিআর জানায়, বগুড়া এয়ারফিল্ডের কাছে প্রশিক্ষণের সময় বিমানবাহিনীর পিটি-৬ প্রশিক্ষণ বিমানটি দুর্ঘটনায় পতিত হয়। স্থানীয় সূত্রে জানা যায় হঠাৎ করে বিমানটি বাশঁবাগানে পড়ে যায়।
বিমান বাহিনীর লোকজন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছেন।
উত্তরের কন্ঠ /এ ,এস