চন্দনাইশে সিএনজির ধাক্কায় স্কুল ছাত্র নিহত

উপজেলা প্রতিবেদক(চন্দনাইশ)
প্রকাশের সময়: সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩ । ৩:০০ অপরাহ্ণ

 

চট্টগ্রামের চন্দনাইশে সিএনজির ধাক্কায় পঞ্চম শ্রেণীর ছাত্র নুরুদ্দিন (১৩) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। আজ ১৩ ই নভেম্বর সোমবার সকাল ৯ টার দিকে চন্দনাইশ উপজেলার বরমা কলেজ এর সামনে এই দুর্ঘটনা ঘটে চন্দনাইশ পৌরসভার দক্ষিণ হারালা ৫ নং ওয়ার্ড নিজাম উদ্দিন পাডা এলাকার রিকশাচালক শাহ আলমের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায় নুরুদ্দিন তার ছোট ভাই সাজুকে প্রতিদিনের ন্যায় আজও সাইকেলে করে বরমা রাওলিবাগ ইবতেদায়ী মাদ্রাসায় নামিয়ে দিতে আসেন। মাদ্রাসায় নামিয়ে দিয়ে বাড়ি ফেরার পথে বরমা কলেজের সামনে এক সিএনজি অপর সিএনজিকে অভারটেক করতে গিয়ে সাইকেলে থাকা নুরুদ্দীনকে ধাক্কা দেয় এতে নুরুদ্দিন গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে পড়ে যায়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর প.প কর্মকর্তা আব্দুল্লাহ আল ইমরান সত্যতা নিশ্চিত করেন।

উত্তরের কন্ঠ, এ, এস 

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন