কোনও বৈশ্বিক আসরে এ পর্যন্ত ৬৭৩ রান ছিল সর্বোচ্চ। যেটা ক্রিকেটের ঈশ্বর শচীন টেন্ডুল্কারের ২০০৩ সালে করেছিলেন। এ রেকর্ড ভাঙতে আর মাত্র ৮০ রান দূরে আছে বিরাটা। এদিকে সর্বোচ্চ রানের এই তালিকায় ৬৫৯ রান নিয়ে দ্বিতীয়তে আছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ম্যাথু হেইডেন। এ তালিকায় ৬৪৮ রান নিয়ে তৃতীয়তে রয়েছেন ভারতীয় বর্তমান অধিনায়ক রোহিত শর্মাএদিকে বিশ্বকাপে দুই শতক হাঁকিয়ে ওয়ানডেতে ক্যারিয়ারের ৪৯তম সেঞ্চুরি নিয়ে ক্রিকেটের ঈশ্বর শচীনের রেকর্ডে ভাঙ বসিয়েছেন কোহলি। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি শতকের মালিক এতোদিন ছিল শচীনের। বিশ্বজাপের ৮ম ম্যাচে শতক হাঁকিয়ে তার নামের পাশে ভাগ বসান কিং কোহলি।
ফলে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ (৪৯) শতক হাঁকানোর রেকর্ডের( অ্যাক্টিভ ক্রিকেটার) মালিক এখন কোহলি। আরো একটি শতক হাঁকালে এককভাবে হয়ে যাবেন ক্রিকেট (ওয়ানডে) বিশ্বের সর্বোচ্চ শতকের মালিক।
উত্তরের কন্ঠ /এ,এস