কচুক্ষেতে শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩ । ১২:৪৬ অপরাহ্ণ
বেতন বাড়ানোর দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন গার্মেন্ট শ্রমিকরা।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় রাজধানীর মিরপুর ১৪ নম্বরের কচুক্ষেত এলাকার প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা।এতে ওই এলাকার এক পাশের যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বিক্ষোভে অংশ নেওয়াদের মধ্যে বেশিরভাগই মিরপুর ১৩ ও ১৪ নম্বরের চিটাগং গার্মেন্টস, ভিশন, এমবিএম, লোডস্টার, সারোজসহ আশপাশের গার্মেন্টসের শ্রমিক বলে জানা গেছে।
আন্দোলনরত শ্রমিকরা জানান, তাদের বেতন নূন্যতম ২৩ হাজার টাকা করার দাবিতে তারা রাস্তায় নেমেছেন। নতুন নির্ধারণ করা ১২ হাজার ৫০০ টাকা বেতন তা তারা মানেন না। এদিকে আশেপাশে পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।অপরদিকে, বর্তমানে মিরপুর ১০ নম্বরেও অবস্থান নিয়েছেন আন্দোলনরত শ্রমিকরা। সেখানেও সড়ক অবরোধ করার চেষ্টা করছেন তারা।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম বলেন, সকালে শ্রমিকরা রাস্তায় নেমেছেন। বিস্তারিত পরে জানানো হবে।
উত্তরের কন্ঠ /এ,এস 
প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন