বগুড়ায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

উপজেলা প্রতিবেদক, শাজাহানপুর
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩ । ৯:০৯ অপরাহ্ণ

বগুড়ার শাজাহানপুরে সড়ক দূর্ঘটনায় মুশফিকুর রহমান ওরফে শুয়াইব (০৮) নামের এক শিশু নিহত হয়েছে। নিহত শোয়াইব স্থানীয় একটি ব্র্যাক স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী

আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার সুজাবাদ এলাকায় বগুড়া দ্বিতীয় বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়সূত্রে জানা যায়, নিহত মুশফিকুর দুপুর সাড়ে ১২টায় নিজ বাড়ির দিকে যাচ্ছিল। এমন সময় পথিমধ্যে রাস্তা পারাপারের সময় রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস শোয়াইবকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই শোয়াইবের মৃত্যু ঘটে। সংবাদ পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার পূর্বক সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় নিহত শিশুর লাশ তার পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।

উত্তরের কন্ঠ / এ, এস 

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন