পীরগঞ্জে মাদক সহ এক ব্যক্তি গ্রেপ্তার

লিমন সরকার জেলা প্রতিবেদক( ঠাকুরগাঁও)
প্রকাশের সময়: রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩ । ৭:৫৪ অপরাহ্ণ

 

১০ পিচ ইয়াবা ও ৫ লিটার চোলাই মদ ও একটি মোটর সাইকেল সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানা পুলিশ। শনিবার রাতে উপজেলার দস্তমপুর গ্রাম থেকে তাকে আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় আরো চার জন।
পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক আব্দুল হালিম জানান, শনিবার রাত ৯টার দিকে খবর পান যে, উপজেলার দস্তমপুর গ্রামে জনৈক রিনা মুরমু তার বাড়িতে মাদক বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় থানা পুলিশ। এ সময়
পুলিশ একই এলাকার আব্দুল কাফির ছেলে হাসিমুলকে আটক করেন এবং তার শরীর তল্লাসী করে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। ঘটনাস্থলে একটি প্লাসটিকের জারকিনে রাখা ৫ লিটার চোলাই মদ ও একটি রানার ৮০ সিসি মোটর সাইকেল ফেলে রেখে রিনা মূরমূ সহ আরো ৪ জন পালিয়ে যায়। এ ঘটনায় আটক হাসিমুল ও রিনা মুরমু সহ ৫ জনের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শেখ জানান, মাদক সহ গ্রেপ্তার হওয়া ঐ ব্যক্তিকে রবিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

উত্তরের কন্ঠ, এ, এস 

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন