চট্টগ্রাম সাংবাদিক সংস্থা’র নির্বাচন কমিশন গঠন, ভোট গ্রহণ ০৯ ডিসেম্বর

জেলা প্রতিবেদক (চট্টগ্রাম )
প্রকাশের সময়: সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩ । ২:২১ অপরাহ্ণ

চট্টগ্রাম সাংবাদিক সংস্থা-চসাসের কার্যনির্বাহী কমিটি ২০২৩-২৬ গঠনের লক্ষ্যে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) সংগঠনটির সাধারণ সম্পাদক ওসমান এহতেসাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিশনের সদস্যরা হলেন- প্রধান নির্বাচন কমিশনার সজল চৌধুরী, নির্বাচন কমিশনার প্রণবরাজ বড়ুয়া ও মোহাম্মদ খোরশেদ আলী মাইজভান্ডারী। সব ঠিকঠাক থাকলে আগামী ০৯ ডিসেম্বর অনলাইনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রতীক পাওয়ার পর প্রার্থীরা ৫ ডিসেম্বর থেকে প্রচারণা শুরু করবেন।

উত্তরের কন্ঠ /এ,এস

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন