বগুড়ায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার

জেলা প্রতিবেদক,বগুড়া
প্রকাশের সময়: শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩ । ৬:১৩ অপরাহ্ণ

মোটরসাইকেল চুরির সময় সিসিটিভি দ্বারা ধারনকৃত ফুটেজ দেখে আন্তঃ জেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য তাওসিব হাসান ওরফে নাদিম (২১) কে গ্রেফতার করেছে র‍্যাব। শুক্রবার বগুড়ার শাজাহানপুর উপজেলা ফটকি ব্রীজ এলাকা থাকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তাওসিব ওরফে নাদিম জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার মালঞ্চা এলাকার মোঃ আতোয়ার রহমানের ছেলে।

শুক্রবার দুপুরে র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন স্বাক্ষরিত পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গত ২১ ডিসেম্বর সকাল অনুমান ১১.০০ ঘটিকায় জয়পুরহাটের কেন্দ্রীয় বাস টার্মিনাল সড়ক সম্পাদক এর কার্যালয়ের সামনে লক করে রাখা ১৫০ সিসি HONDA Trigger মোটরসাইকেল যার আনুমানিক বাজার মূল্য ১,৭২,০০০/-(এক লক্ষ বাহাত্তর হাজার) টাকা অজ্ঞাতনামা চোর বা চোরেরা চুরি করে নিয়ে যায়। এর প্রেক্ষিতে জয়পুরহাট জেলার সদর থানায় অজ্ঞাতনামা আসামী করে জয়পুরহাট জেলার সদর থানার মামল রুজু হয়। মোটরসাইকেল চুরির সময়কালের সিসি ফুটেজ র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া সংগ্রহ করতঃ পর্যালোচনা করে অজ্ঞাতনামা চোর বা চোরদের সনাক্ত করা হয় এবং অভিযান চালিয়ে তাওসিব হাসান ওরফে নাদিমকে মোটরসাইকেল বিক্রির ১৭,১৯০/-টাকাসহ গ্রেফতার করা হয়। তিনি আরো জানান প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তাওসিব ওরফে নাদিম স্বীকার করে যে, সে ইতিপূর্বে ৮ থেকে ১০টি মোটরসাইকেল চুরি করেছে এবং তার পিসি/পিআর যাচাই করে দেখা যায়, তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় দুইটি, জয়পুরহাট সদর থানায় দুইটি ও পাঁচবিবি থানায় তিনটি চুরি মামলা আছে। গ্রেফতারকৃত তাওসিব ওরফে বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট সদর থানায় সোপর্দ করা হয়।
উত্তরের কন্ঠ /এ,এস

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন