
উৎসবমুখর পরিবেশে ৭ জানুয়ারি ভোট হবে জানিয়ে ভোটারদের কেন্দ্রে আসার আহবান জানিয়েছেন উপজেলা পরিষদের তিন বারের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম-১৪ আসনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব আবদুল জব্বার চৌধুরী।
তিনি বলেন, অনিয়ম হবে না, সিলমারা নির্বাচন হবে না। ৭ তারিখ ভোট উৎসব হবে।
শনিবার (৩০ ডিসেম্বর) চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের পশ্চিম এলাহাবাদ, কাঞ্চননগর, রৌশনহাট বাজার, মুরাদাবাদ, পূর্ব এলাহাবাদ, দক্ষিণ কাঞ্চননগর, মুজাফরাবাদ, বিজিসি ট্রাস্ট এলাকায় গণসংযোগ ও পথসভা এসব কথা বলেন।
আবদুল জব্বার চৌধুরী বলেন, গত ১৫ বছরে সকল ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি হয়েছে। এই মুহূর্তে অবস্থা খারাপ আছে। জিনিসপত্রের দাম বেশি। তবে এই অবস্থা থেকে প্রধানমন্ত্রী ভালো অবস্থায় ফিরিয়ে আনতে পারবেন বলে সাধারণ মানুষ বিশ্বাস করে। তাই আগামী ৭ই জানুয়ারী আপনাদের পরিবার নিয়ে ভোট সেন্টারে ভোট দিতে যাবেন।
এসময় গণসংযোগ উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, সেখ টিপু চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি আলমগীর ইসলাম, আমিন মোহাম্মদ সাইফুদ্দিন, নাজিম উদ্দিন, জসিম উদ্দীন, মওলানা আজিজুর রহমান, আবদুল হাকিম পাশা, শহিদুল ইসলাম সহ বেশকিছু নেতা কর্মী উপস্থিত ছিলেন।
উত্তরের কন্ঠ /এ,এস