এ আর মালিক সিডসের কৃষক দলের সাথে ডাচ্ রাষ্টদূত এর মত বিনিময়

জ্যেষ প্রতিবেদক
প্রকাশের সময়: বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪ । ৬:৪২ অপরাহ্ণ

দিনাজপুর জেলাধীন বীরগঞ্জ উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নে, ৭ ফেব্রুয়ারি ২০২৪ বুধবার সকালে এ আর মালিক সীডসের ভাবকি গ্লোরী কৃষক দলের কৃষকদের সাথে ডাচ্ রাষ্টদূত নিরাপদ সবজি উৎপাদন নিয়ে মত বিনিময় করেন।

উক্ত মত বিনিময়ে ডাচ্ রাষ্টদূত,জনাব আতাউস সোপান মালিক, সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও কর্ণধার এ আর মালিক সিডস প্রাঃ লিঃ, ডাচ্ প্রতিনিধি দল, জনাব মোঃ সাদেকুল ইসলাম, সিওপিডি, এ আর মালিক সিডস, বিভিন্ন পর্যায়ের অনেক উদ্বর্তন কর্মকর্তাগণ, জনাব মোঃ আঃ সাত্তার, সভাপতি,ভাবকি গ্লোরী কৃষক দল, জনাব মোঃ মানিক মিয়া সাধারণ সম্প্রাদক, ,ভাবকি গ্লোরী কৃষক দল, সহ অত্র কৃষক দলের ৪০ জন কৃষক/কৃষানী উপস্থিতে দলীয়ভাবে নিরাপদ সবজি উৎপাদন, প্রক্রিয়াজাত করন ও বাজারজাতকরনের প্রক্রিয়া বিষয়ে কৃষক দলের সাথে মতবিনিময় করেন।

উত্তরের কন্ঠ /এ,এস 

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন