হোন্ডার এই অ্যাডভেঞ্চার বাইক সড়ক কাঁপাবে

অটোমোবাইল ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪ । ৮:০৫ অপরাহ্ণ

বাজারে নতুন মোটরসাইকেল আনছে হোন্ডা। মডেল এনএক্স ৫০০। এটি একটি অ্যাডভেঞ্চার বাইক। ধারণা করা হচ্ছে এই বাইক সড়কে নামলে শোরগোল শুরু হয়ে যাবে। কেননা, এটি দেখতে যেমন চিত্তাকর্ষক তেমনি এর দুর্দান্ত ফিচার।

অ্যাডভেঞ্চার মোটরসাইকেল জমি শক্ত করার লক্ষ্য নিয়ে এনএক্স৫০০ মডেল আন্তর্জাতিক বাজারের ছাড়তে যাচ্ছে জাপানি হোন্ডা। যদিও তা সফল হবে কি না তা পরের কথা। কিন্তু, সম্প্রতি এই বাইক নিয়ে বেশ চর্চা সামাজিক মাধ্যমগুলোতে। যে কারণে অনেকেই পরিকল্পনা করছেন বাইক কেনার জন্য। তবে তার আগে কয়েকটি বিষয় জেনে শোরুমে যাওয়া উচিত।

 

এই বাইকে রয়েছে ৪৭১ সিসির ইঞ্জিন। যা সর্বোচ্চ ৪৬.৯ হর্সপাওয়ার এবং ৪৩ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। সঙ্গে ৬ স্পিড গিয়ার। বাইকের ফুয়েল ক্যাপাসিটি রয়েছে ১৭.৫ লিটার এবং রিজার্ভ ফুয়েল ক্যাপাসিটি ২.৬ লিটার। এই টু হুইলার মাইলেজ দিতে পারে ২৭.৭৮ কিমি প্রতি লিটার।

 

উচু  পর্বত হোক বা জঙ্গলে ভরা পাথুরে রাস্তা সব জায়গাতেই ভারসাম্যের জন্য রয়েছে ইউএসডি আপসাইড ডাউন ফর্ক এবং পেছনে প্রো-লিঙ্ক মনো সাসপেনশন। দুই চাকাতেই ডিস্ক ব্রেক এবং ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম পাওয়া যাবে।

১৯৬ কেজি কার্ব ওয়েট এই বাইকের। সিটের উচ্চতা ৮৩০ মিলিমিটার এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৮০ মিলিমিটার। ফিচার্স রয়েছে ঠাসা। ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ব্লুটুথ কানেক্টিভিটি, কল, এমএসএস অ্যালার্ট, ইউএসবি চার্জিং পোর্ট, জিপিএস ও নেভিগেশন এবং এলইডি লাইটিং থাকছে এই বাইকে।

 

এই বাইকের সম্ভাব্য দাম হতে চলে ভারতে প্রায় ৬ লাখ রুপি।

উত্তরের কন্ঠ /এ,এস

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন