বামুনিয়া দারুন উলুম দাখিল মাদ্রাসা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

শাজাহানপুর(বগুড়া)প্রতিনিধিঃ
প্রকাশের সময়: বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪ । ৬:৪২ অপরাহ্ণ

শাজাহানপুর(বগুড়া)প্রতিনিধিঃ শাজাহানপুর উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনিশিক্ষা প্রতিষ্ঠান বামুনিয়া দারুল উলুম দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ বুধবার ১৪ই ফেব্রুয়ারি মাদ্রাসার সুপার মোহাম্মদ হযরত আলীর সভাপতিত্বে ক্রীড়া ও সংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। দিনব্যাপী চলা এই ক্রীড়াযজ্ঞে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত), উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বগুড়া জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আবুল বাশার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “একজন নিষ্ঠাবান ক্রীড়াবিদ জাতির মহা সৈনিক। হয়তো কোন একদিন এই বামুনিয়া মাঠ থেকেই তৈরি হবে জাতীয় দলের খেলোয়াড়। তৈরি হবে জাতীয় নেতৃত্ব। তৈরি হবে জাতির নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য মানুষ।” অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, ” আপনারা শুধু আপনাদের সন্তানকে বিদ্যালয়ে পাঠিয়ে দিয়ে নিশ্চিত হয়ে বসে থাকবেন না। তাদের বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করার সুব্যবস্থা করে দিবেন। যাতে তারা বিপদগামী না হয়। পরিশেষে তিনি সুন্দর এই আয়োজন করার জন্য প্রতিষ্ঠানের সাথে জড়িত সকল শিক্ষক কর্মচারী এবং ছাত্র-ছাত্রীদের ধন্যবাদ জ্ঞাপন করেন ” অন্যান্য মাঝে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দ এলাকার সুধীজন এবং শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ।

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন