বিএনপি নেতা আলাল কারামুক্ত

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশের সময়: বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪ । ৬:৩১ অপরাহ্ণ

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল কারাগার থেকে মুক্তি পেয়েছেন। গত বছরের ৩১ অক্টোবর রাজধানীর শাহজাহানপুরের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করেছিল পুলিশ।

বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে আলাল কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পান বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

গত বছরের ৩১ অক্টোবর শাহজাহানপুরের একটি বাসা থেকে আলালকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ মামলায় গত ১ নভেম্বর আদালতে হাজির করে ডিবি ১০ দিনের রিমান্ড চাইলে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর তাকে আরও পাঁচ মামলায় গ্রেফতার দেখানো হয়। পরবর্তীতে এসব মামলার সবকটিতেই আদালত তার জামিন মঞ্জুর করেন। অন্য কোনো মামলা না থাকায় আলালের মুক্তিতে বাধা নেই বলে গত ১৮ ফেব্রুয়ারি জানিয়েছিলেন বিএনপির এই নেতার আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ।

উত্তরের কন্ঠ /এ,এস

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন