কাহারোলে ৫ কেজি গাঁজাসহ মাদক সম্রাট আটক

রশিদুল ইসলাম টিপু
প্রকাশের সময়: বুধবার, ৬ মার্চ, ২০২৪ । ১:১৯ অপরাহ্ণ

দিনাজপুরের কাহারোল উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫ কেজি গাঁজাসহ মাদক সম্রাট সন্তোষকে গ্রেফতার করা হয়েছে। গত মঙ্গলবার পাঁচ মার্চ বিকালে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের শ্রী রঞ্জিত রায়ের পুত্র মাদক সম্রাট শ্রী সন্তোষ রায় (২৩) এর বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে এ গাঁজার চালান আটক করা হয়।

দিনাজপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ হাসিবুল হাসান নিশ্চিত করে বলেন গোপন সংবাদের ভিত্তিতে এ গাজার চালান আটক করা হয়। আটককৃত আসামি কাহারোল থানা হেফাজতে রয়েছে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে!

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন