কাহারোলে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

রশিদুল ইসলাম টিপু
প্রকাশের সময়: রবিবার, ১০ মার্চ, ২০২৪ । ১২:৪৬ অপরাহ্ণ

দিনাজপুরের কাহারোল উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী শাহিনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার ৯ মার্চ ২০২৪ বিকালে উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের উচিতপুর গ্রামের (থানা প্রাচীর সংলগ্ন) মৃত সোহরাব হোসেনের পুত্র মাদক ব্যবসায়ী মো. শাহিন (৩৩) এর বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে ২ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।

দিনাজপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ হাসিবুল হাসান নিশ্চিত করে বলেন গোপন সংবাদের ভিত্তিতে এ গাঁজা আটক করা হয়। আটককৃত আসামি কাহারোল থানা হেফাজতে রয়েছে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন