ইয়ামাহা ৫৬০ সিসির ম্যাক্সি স্কুটার আনল

অটোমোবাইল ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪ । ১১:৩৯ পূর্বাহ্ণ

জাপানের বিখ্যাত টু হুইলার নির্মাতা প্রতিষ্ঠান ইয়ামাহা ৫৬০ সিসির স্কুটার আনল। মডেল ইয়ামাহা টিম্যাক্স ৫৬০। এটি একটি ম্যাক্সি স্কুটার। অ্যাডভেঞ্চার মোটরসাইকেলের মতো ক্ষমতা রয়েছে এতে। জাপানে এই স্কুটারের বেশ নামডাক রয়েছে। 

 

 

ইউরোপ, অস্ট্রেলিয়াতে বিক্রি হয় ইয়ামাহার দারুণ ম্যাক্সি ডিজাইনের স্কুটার টি ম্যাক্স ৫৬০। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে এসেছে এই স্কুটারের ২০২৪ এডিশন। রূপে-গুণে চমকপ্রদ এই টু হুইলার নতুন অবতারে লঞ্চ হয়েছে বাজারে। নতুন টিএফটি কালার ডিসপ্লে যোগ করেছে ইয়ামাহা। এছাড়াও আরও অনেক ফিচার্স পাওয়া যাবে এই ম্যাক্সি স্কুটারে।

 

ট্র্যাকশন কন্ট্রোল, ফুল কালার টিএফটি ডিসপ্লে, ক্রুজ কন্ট্রোল, কি-লেস ইগনিশন, নেভিগেশন সিস্টেমসহ একাধিক সুবিধা রয়েছে স্কুটিতে। যে কারণে এটি হয়ে উঠেছে একদম পারফেক্ট অ্যাডভেঞ্চার স্কুটার। পাহাড় হোক জঙ্গল দাপিয়ে বেড়াবে অনায়াসে। কারণ শুধু স্মার্ট ফিচার্স নয়, রয়েছে শক্তিশালী ইঞ্জিন।

 

৫৬০ সিসি টুইন সিলিন্ডার লিকুইড কুল্ড ইঞ্জিন রয়েছে এই স্কুটারে। যা সর্বোচ্চ ৪৭ হর্সপাওয়ার শক্তি তৈরি করতে পারে। ডিস্ক ব্রেক ও অ্যান্টি লক ব্রেকিংও পাবেন যা চালকের নিরাপত্তা নিশ্চিত করবে। হাইওয়ে দিয়ে চালানোর সময় দারুণ পারফরম্যান্স দিতে সক্ষম এই স্কুটার। বেশ আরামদায়কও।

উত্তরের কণ্ঠ /এ,এস

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন