বাড়ির আঙিনায় গাঁজা চাষ করতেন ফজলু

জেলা প্রতিবেদক, রাজবাড়ী
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪ । ৭:০২ পূর্বাহ্ণ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে বাড়ির আঙিনায় চাষ করা ১৭টি গাঁজার গাছসহ মো.ফজলু শেখ নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (২০ মার্চ) ভোর ৫টার দিকে উপজেলার ভীমনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক কারবারি মো. ফজলু শেখ বালিয়াকান্দি সদর ইউনিয়নের ভীমনগর (গোড়ারপাড়া) গ্রামের মো. সৈয়দ আলী শেখের ছেলে।

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, ভোরে গোপন খবরের ভিত্তিতে বালিয়াকান্দি থানার ভীমনগর গ্রামে অভিযান চালায় ডিবি। এসময় ফজলু শেখের বাড়ির আঙিনার সামনে গাঁজার গাছ লাগিয়ে পরিচর্যার খবরের সত্যতা মেলে। সেসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে ফজলু শেখকে গ্রেপ্তার করা হয় এবং তার ঘরের সামনে থেকে ৩ কেজি ওজনের ১৭টি ছোট-বড় কাঁচা গাজার গাছ সমূলে উৎপাটন করে উদ্ধার করা হয়।

ডিবির ওসি আরও বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে আরও তিনটি মাদক মামলা রয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন