
দিনাজপুরের কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ঈশ্বরগ্রামে বন কালি প্রতিমা সহ মন্দির ভাংচুর করা হয়েছে।
গত ২৩ মার্চ’ সকাল ১০ থেকে ১১ টার সময় মোঃ জমসেদ আলীর পুত্র মোঃ হায়দার আলী, মোঃ আলমগীর আলী, মোঃ হিরু আলী ও মৃত নিয়াজ উদ্দীন বিশ্বাস এর পুত্র জমসেদ আলী এবং মোঃ তকজুল আলীর পুত্র মোঃ ফারুক হোসেন সহ ২০/২৫ দল বদ্ধ হইয়া হাতে কোদাল, দা, হাসুয়া লইয়া কালি মন্দিরে অনাধিকার প্রবেশ করিয়া কালি প্রতিমা সহ মন্দির ঘর ভাঙ্গিয়া ফেলে।
উক্ত সময়ে সেবায়িত ও তার স্ত্রী দেখিতে পাইলে চিৎকার ও চেচামেচি করিতে থাকেন এক পর্যায়ে উপায় অন্ত না পেয়ে সেবাহিত হিটলার চন্দ্র রায় ৯৯৯ ফোন দেন। কিছু খনের মধ্যে ঘটনা স্থলে পুলিশ গিয়ে আসামী হায়দার আলীকে গ্রেফতার করেন। মামলা প্রক্রিয়াধীন বিষয়টি নিশ্চিত করেছেন কাহারোল থানা অফিসার ইনচার্জ মোঃ ফারুকুল ইসলাম।