
দিনাজপুরের কাহারোলে ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজিউ মন্দির পরিদর্শনে আসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও হাই কোর্ট বিভাগের বিচারপতিগন।
গত ৩০ মার্চ-শনিবার বিচারপতি জেবিএম হাসান, বিচারপতি মোঃ রুহুল কুদ্দুস, বিচারপতি মোঃ ইকবাল কবির, বিচারপতি মোঃ খায়রুল আলম, বিচারপতি সরদার মোঃ রাশেদ জাহাঙ্গীর এবং বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ।
তাকে দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নুর-ই-আলম ও দিনাজপুর রাজদেবোত্তর এস্টেটের এজেন্ট রনজিৎ কুমার সিংহ। বিচারপতিবৃন্দ ঐতিহাসিক কান্তজিউ মন্দিরের গায়ে টেরাকোটা খচিত মহাভারত, রামায়নসহ সনাতন ধর্মের অনেক ধর্মীয় চিত্র দেখে মুগ্ধ হন।
বিচারকবৃন্দ এ সময় কান্তজিউ মন্দিরের অনেক অজানা তথ্য তুলে প্রশ্ন করলে রাজদেবোত্তর এস্টেটের এজেন্ট রনজিৎ কুমার সিংহ ইতিহাসের আলোকে নিয়ে তার বর্ণনা দেন।
এসময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ সহকারী ভূমি রাজ কুমার বিশ্বাস, দিনাজপুর রাজদেবোত্তর এস্টেটের সদস্য ভবানী শংকর আগাওয়ালা, ডা. বিকে বোস, বীর মুক্তিযোদ্ধা গোপেশ রায়, বিমল কুমার দাস, সঞ্জয় মিত্র, অ্যাডভোকেট সরোজ গোপাল রায়।