
সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৮ এপ্রিল এই ইউনিয়ন পরিষদে ভোট হওয়ার কথা ছিল।
নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে ইসি জানায়, হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং ৩৮৮৪/২০২৪ এর ২১ মার্চ ২০২৪ তারিখের আদেশ প্রতিপালনার্থে ২৮ এপ্রিল ২০২৪ তারিখে অনুষ্ঠিত হতে যাওয়া সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলাধীন বিছনাকান্দি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছেন।
এ অবস্থায় উল্লিখিত সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। সিলেট জেলার সিনিয়র জেলা নির্বাচন অফিসার, গোয়াইনঘাট উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসারকে আদেশের চিঠিটি পাঠিয়েছে ইসি।