
বগুড়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮৪ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হলো গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বক্তার পুরের মোঃ কাশেম ইসলামের ছেলে মোঃ শহিদুল ইসলাম (৩৫) এবং ঠাকুরগাঁও জেলায় রানীশংকৈল থানার কৌচল এলাকার মৃত আব্দুল বারেক এর ছেলে মোঃ মারুফ হোসেন (১৯)।
বুধবার দিবাগত রাত ১.৩০ ঘটিকার সময় বগুড়া সদর থানার মাটিডালি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
বৃহস্প্রতিবার দুপুরে র্যাবের পাঠানো বিজ্ঞপ্তি থেকে জানা যায়, রংপুর হইতে ঢাকা গামী ০১টি মোল্লা ট্রাভেলস পরিবহন বাসযোগে যাত্রীবেশে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ফেন্সিডিল বহন করছে। উক্ত সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ০১.৩০ ঘটিকায় বগুড়া জেলার সদর থানাধীন মাটিডালি এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের বসা সিটের নীচে হইতে বিশেষ কায়দায় রক্ষিত ৮৪ বোতল ফেন্সিডিল, দুইটি মোবাইল, দুইটি সীম ও নগদ ২৯০০/-টাকাসহ জব্দ করা হয়।
র্যাব-১২ বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার স্কোয়াড কমান্ডার মোঃ সোহেল রানা জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।