ববিতে দ্বিতীয় দিনের মত পরীক্ষা গ্রহণসহ সকল কার্যক্রম বন্ধ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪ । ১২:৩৫ অপরাহ্ণ

সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে দ্বিতীয় দিনের মত পূর্ণদিবস কর্মবিরতি শুরু করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষক-কর্মকর্তারা।

কর্মবিরতির কারণে ববির ক্লাস, পরীক্ষা, সভা, সেমিনার, সিম্পোজিয়াম সবকিছু এখনও বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে এ কর্মবিরতি শুরু হয়। যা চলবে দুপুর ১টা পর্যন্ত। ববি শিক্ষক সমিতির শিক্ষক সমিতি ও ববি অফিসার্স এসোসিয়েশনের উদ্যোগে ক্যাম্পাসে পৃথক কর্মসূচি হচ্ছে।

এসময় সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল চালুর দাবিও জানানো হয়।

ববি শিক্ষক সমিতির সভাপতি ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী বলেন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।

দ্রুত সময়ে দাবি পূরণে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের সভাপতি বাহাউদ্দিন গোলাপ।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া বলেন, আন্দোলন চলমান থাকায় কার্যক্রম বন্ধ রয়েছে। তবে শীঘ্রই এ বিষয়ে সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন